নতুন বছরের শুভেচ্ছা

Saturday, January 3, 2009

প্রিয় বন্ধুগণ,
নতুন বছরের শুভেচ্ছা নেবেন। গত কয়েকদিন ইন্টারনেট স্পিড কম থাকার কারণে অনলাইনে প্রবেশ করতে পারিনি। এজন্য আপনাদেরকে যথাসময়ে শুভেচ্ছা জানাতেও পারিনি। এজন্য দুঃখিত।

ইতিমধ্যে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হয়েছে। প্রাণের মার্কা নৌকা জয়ী হওয়ায় আমি খুব আনন্দিত। এবার রাজাকার আলবদরদের বিচার করতেই হবে। সারাদেশের দেশপ্রেমিক নাগরিকের এই দাবীর প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি আরও কয়েকটি দাবী নবনির্বাচিত আওয়ামী লীগ সরকারের কাছে জানাতে চাই।

১। বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসী কার্যকর করতে হবে।
২। রাজাকার তথা যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।
৩। রাষ্ট্রধর্ম বাতিল করতে হবে।
৪। দুইদিনের ছুটি বাতিল করে শুধুমাত্র রবিবার ছুটি করতে হবে।
৫। শিক্ষাখাতে বরাদ্দ সবচাইতে বেশি রাখতে হবে।
৬। কৃষিখাতে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে।
৭। ইন্টারনেট খরচ কমাতে হবে।
৮। ছাত্রলীগের সদস্যদের চাঁদাবাজী, সন্ত্রাসী, বদমাসী বন্ধ করবে। নিয়মিত পড়াশোনায় যেন তারা ব্যস্ত থাকে তার ব্যবস্থা করতে হবে। যারা যুবলীগ করে, তাদেরও পড়াশোনার পরিমাণ বাড়াতে হবে। তারা যেন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস এবং সর্বোপরি ভদ্রতা সম্পর্কে পড়াশোনা করে তা নিশ্চিত করতে হবে।

আশা করি আওয়ামী লীগ সাধারণ জনগনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে কার্পণ্য করবে না।

0 comments:

Post a Comment

Blog Archive

মুক্তমনা বাংলা ব্লগ

  © Dristipat

Back to TOP