লাখ টাকার শাড়ি

Friday, September 19, 2008

১৯ সেপ্টেম্বর ইত্তেফাক পত্রিকায় দেখলাম ঢাকার গুলশানের এক মার্কেটে লাখ টাকা দামের শাড়ি লেহেঙ্গা বিক্রি হচ্ছে। খবরটা পড়ে মন খারাপ হয়ে গেল। অবশ্য প্রত্যেক ঈদেই এমন খবর প্রকাশিত হয়, আর প্রত্যেকবারই মন খারাপ হয়ে যায়। নিজের জন্য কিছু কেনার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। নিজের মনেই প্রশ্ন করি, এরা কারা? কত টাকা তারা আয় করে। মাসিক ব্যয় তাদের কত টাকা। এদের জীবন যাপন কি ধরণের? এরা কি বাংলাদেশি, বাঙালি। বাংলাদেশের রাস্তায় কি এরা চলাচল করে?

১ লাখ টাকা হলে কয়েকটা স্কুলের সমস্ত ছাত্রদের বই খাতা, দুপুরে পেট ভরে খাওয়ানো যায়। অসংখ্য গরীব মানুষকে চিকিৎসা সুবিধা দেয়া হয়।কোন কোন পত্রিকায় দরিদ্র চিকিৎসাপ্রার্থীদের জন্য টাকা দান চাওয়ার খবর প্রকাশ করে। লাখ টাকার শাড়ি কেনাওয়ালারা কি সেইসব আবেদনে সাড়া দেয়? এদের মধ্যে কি মানবতা বলতে সত্যিই কিছু আছে?
ইত্তেফাকের খবরের লিংক

0 comments:

Post a Comment

Blog Archive

মুক্তমনা বাংলা ব্লগ

  © Dristipat

Back to TOP